বিশেষ প্রতিনিধি, দৈনিক ভোরের সকাল।।
লক্ষ্মীপুর প্রতিনিধি : ফ্যাসিবাদের দোসর,ওসি প্রদীপের উত্তরসূরী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লক্ষীপুরে ছাত্রজনতার উপর গুলিবর্ষণ ও লাঠিচার্জ করে ছাত্রজনতার হত্যাকারি, চন্দ্রগঞ্জ থানার এস আই সুমন(দাস)সরকার তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও ঘুষ বানিজ্য ও ছাত্রজনতা এবং বিএনপি নেতাকর্মীদের হয়রানি,ধরপাকড় এবং কয়েকটি প্রবাসী পরিবারকে হয়রানি সহ নানা অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এত এত অভিযোগ থাকা সত্ত্বেও সুমন দাস সরকার চন্দ্রগঞ্জ থানায় কিভাবে বহাল তবিয়তে তার অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য গত বছরের ২৭ জুলাই লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন বটতলী এলাকায় চন্দ্রগঞ্জ থানা বিএনপির কর্মসূচির একটি ভিডিও ফুটেজে দেখা যায় এস আই সুমন দাস সরকার দৌড়ে দৌড়ে বিএনপির নেতাকর্মীদের পথ আটকিয়ে লাঠিচার্জ করেছে এবং অসংখ্য ফ্যাসিবাদ বিরোধী সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের বেধড়ক লাঠিচার্জ করে আহত করেছে।
অবিলম্বে লক্ষীপুর চন্দ্রগঞ্জ থানার সর্বস্তরের ছাত্রজনতার দাবি ফ্যাসিবাদী,স্বৈরাচারের দোসর, লম্পট,ঘুষখোর,ধরপাকড় বানিজ্যের হোতা,খুনী সুমন সরকার (দাস) এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এবং দ্রুত চন্দ্রগঞ্জ থানা থেকে তাকে বদলির জোর দাবি জানিয়েছে ভুক্তভোগী এলাকাবাসী ও কয়েকটি প্রবাসী পরিবার।